Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশৃঙ্খলা করতে সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে তারা তৈরি হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২২ ১৭:৩৬ | আপডেট: ৮ আগস্ট ২০২২ ১৮:২৩

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ আমি একটা বার্তা দিতে আসছি। সেটা নেত্রীর বার্তা। সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে তারা তৈরি হচ্ছে। ঐক্যের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায়।

সোমবার (৮আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে যে অপপ্রচার করা হয়েছিল তার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো সম্পদ রেখে যায়নি, দেশেও না, বিদেশেও না। সে কারণে ষড়যন্ত্রকারীদের মুখ কালা হয়ে গেছে।’

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে মানুষের সমাগমের প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি মরেননি তিনি বেঁচে আছেন। কোটি কোটি মানুষের হৃদয়ে এবং সেটা আজকে আমরা বনানীর সমাধিস্থলে বেগম মুজিবের যেখানে মাজার আমরা সেখানে দেখেছি।’

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জীবন থেকে আদর্শিক শিক্ষা নিয়ে নেতাকর্মীদের পথচলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা চিরদিন থাকে না। টাকা পয়সা দিয়ে কী করবেন? ক্ষমতার দাপট দেখাবেন না। অবৈধ পথে অর্থ উপার্জন করবেন না। যেটা বিএনপি করেছে। অর্থ পাচার করেছে। কি হয়েছে? ধরা পড়েছে। ধরা পড়েছে সিঙ্গাপুরে, ধরা পড়েছে আমেরিকায়।’

বিএনপির কোনো ভবিষ্যৎ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামি আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। এই নেতা অর্থ পাচারকারী, দণ্ডিত পলাতক আসামি। বিএনপির এক নম্বর নেতা তারেক রহমান। তারা বলে বাংলাদেশের এক নম্বর ভবিষ্যৎ আমরা নষ্ট করেছি। আমি বলব, এই নেতিবাচক রাজনীতি অপরাধীর হাতে, দণ্ডিত ব্যক্তির হাতে, পলাতক ব্যক্তির হাতে যারা তুলে দিয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার।’ তাদের ভবিষ্যৎ তারাই ধ্বংস করেছে বলেও সমালোচনা করেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি আজ একটা বার্তা দিতে আসছি। সেটা নেত্রীর বার্তা। সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে তারা তৈরি হচ্ছে। ঐক্যের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা দেশে-বিদেশে আরও ষড়যন্ত্রকারীদের নিয়ে বৈঠক করছে। তারা শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায়।’

তিনি বলেন, ‘বিশ্ব সংকটের নেতিবাচক প্রভাবে বলে-কয়ে নিরুপায় হয়ে আমরা মূল্য বৃদ্ধি করেছি। মূল্য বৃদ্ধির তালিকায় আমেরিকা, ইউরোপ, লন্ডন, ভারত, পাকিস্তানে কোনো দেশ বাকি নেই। এ মূল্য বৃদ্ধির বাস্তবতা আছে। আবার যখন বিশ্ব বাজারে দাম কমে যাবে, আমরাও তখন সমন্বয় করব। আমাদের নেত্রী একথা বলে দিয়েছেন। কাজেই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’

দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্থা আছে। একাধারে তিনি বাংলাদেশ চালিয়ে যাচ্ছেন। তার ওপর আস্থা রাখুন। তিনি ভারসাম্যমূলক ব্যবস্থা নিয়ে বৈশ্বিক সংকটের সঙ্গে বাংলাদেশের সংকট মোকাবিলা করে যাচ্ছেন। শেখ হাসিনার সঙ্গে আমরা আছি। সংকটে আছি, দুর্যোগে আছি, আঁধারে আছি, অম্যাবশ্যায় আছি।’

ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর