জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: নীলক্ষেতে শিক্ষার্থীদের বিক্ষোভ
৮ আগস্ট ২০২২ ১৩:২৯
ঢাকা: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে বৃদ্ধিকৃত জ্বালানি তেলের দাম কমানোর আল্টিমেটাম দেওয়ার পাশাপাশি তিন দফা দাবি উত্থাপন করেন।
সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নীলক্ষেত মোড়ে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এই কর্মসূচি পালন করে সাত কলেজ আন্দোলন ও হাফ পাস আন্দোলনের সদস্যরা।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘তেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।’
কর্মসূচিতে সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘আমাদের কর্মসূচি শুরু হওয়ার কথা ১১টায়। কিন্তু তখন আমাদেরকে বড় মাইক আনতে দেওয়া হয়নি। বলা হয়েছে এখানে আমাদের অবস্থান করতে দেওয়া হবে না। আমাদের অনেকেই আসতে পারেনি। সরকার সাধারণ শিক্ষার্থীদের কেন ভয় পায়? ছাত্র ও যুবদের যৌক্তিক সভা-সমাবেশ করতে না দেওয়া হলে তারা জঙ্গিবাদসহ নানা অপরাধেক দিকে ধেয়ে পড়বে।’
তিনি আরও বলেন, ‘একেবারে হঠাৎ করেই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। ১০ টায় ঘোষণা দিয়ে ১২টায় কার্যকর করা জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই না। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। যেগুলোর সঙ্গে তেলের কোনো সম্পর্ক নেই সেগুলোরও দাম বেড়ে যাচ্ছে।’
এ সময় আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন—
১. ৪৮ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম কমাতে হবে।
২. এক পয়সাও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা যাবে না।
৩. গণপরিবহনে ভাড়ার নামে নৈরাজ বন্ধ করতে হবে, সঙ্গে সঙ্গে সব শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করতে হবে।
সারাবাংলা/আইআরআই/একে