Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ পরিচয়ে ছিনতাইচেষ্টা, সেই যুবলীগ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ২২:৩৬

সিরাজগঞ্জ: তাড়াশের একটি আঞ্চলিক সড়কে পুলিশ পরিচয়ে ছিনতাই করার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া সেই যুবলীগ নেতা রাহাত খান রুবেলকে (৩২) সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববাব (৭ আগস্ট) তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বিদ্যুৎ স্বাক্ষরিত তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের প্যাডে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাহাত খান রুবেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্গলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদকের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাহাত খান রুবেল দলীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার পরে জেলার তাড়াশ উপজেলার তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বেরখারি এলাকায় একটি মোটরসাইকেল দাঁড় করিয়ে তিন আরোহীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন রুবেল। এ সময় ৯৯৯-এ ফোন পেয়ে তাকে আটক করে তাড়াশ থানা পুলিশ।

সারাবাংলা/এমও

ছিনতাইচেষ্টা পুলিশ পরিচয় যুবলীগ নেতা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর