Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এই সরকারকে হটাতে না পারলে মানুষ বাঁচানো যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ২২:১২

ফাইল ছবি

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অসহনীয় দ্রব্যমূল্যের চাপে পিষ্ট জনগণের ওপর জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য এবং সাথে সাথে বর্ধিত পরিবহন ভাড়ার খড়গ চাপানো প্রমাণ করে এই সরকার জনগণের তোয়াক্কা করে না। গণবিরোধী এই সরকারকে এখনই হটাতে না পারলে দেশের মানুষকে বাঁচানো যাবে না।

রোববার (৭ আগস্ট) এক বিবৃতিতে মাহামুদুর রহমান মান্না এসব কথা বলেন।

মান্না বলেন, ‘এই সরকার অগণতান্ত্রিক। ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই তারা জনগণের দুঃখ-কষ্টের কথা ভাবে না। সীমাহীন দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশের ব্যাংকগুলোকে খালি করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি করে ফেলেছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের কাছে দেশ চালানোর টাকা নেই, আমদানির জন্য রিজার্ভ নেই। তাই এখন তারা জনগণের পকেট কাটার পায়তারা করছে। তাদের লুটপাটের চাপ জনগণের ঘাড়ে চাপাচ্ছে। সরকার দেশকে একটি দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

ডাকসুর সাবেক এই দুইবারের ভিপি বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে দূরত্ব আর মাত্র ২৯ পয়সা। দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কায় ডিজেলের দাম বাংলাদেশি টাকায় ১১৪ টাকা ২৯ পয়সা। আর বাংলাদেশে ১১৪ টাকা। শ্রীলঙ্কায় কেরোসিনের দাম ২৩ টাকা আর বাংলাদেশে ১১৪ টাকা। অবৈধ ক্ষমতাসীনরা দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে।’

জনগণের উদ্দেশে মান্না বলেন, ‘এই দানব সরকারকে পদত্যাগে বাধ্য করতে হলে আপনাদের রাস্তায় নামতে হবে। সকল বিরোধীশক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে না পারলে দেশকে বাঁচানো যাবে না, অর্থনীতিকে বাঁচানো যাবে না, মানুষকে বাঁচানো যাবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না সভাপতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর