Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পীরগঞ্জের জেলেপল্লীতে সহিংসতা: ৫১ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ২১:০৬

পীরগঞ্জের জেলেপল্লীতে সহিংসতার ছবি

রংপুর: জেলার পীরগঞ্জের মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার মামলায় ৫১ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৭ আগস্ট) দুপুরে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক এস এম শফিকুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সহিংসতার অভিযোগে গ্রেফতার ৫১ আসামি জামিনের জন্য আদালতে আবেদন করেন। আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট নামক এলাকায় গত বছরের ১৭ অক্টোবর এ ঘটনা ঘটে। এই মামলার বাদী ছিলেন তৎকালীন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান। আসামি করা হয় ১৪৬ জনকে। এর মধ্যে ৫ জন শিশু। পুলিশ তদন্ত করে ৫১ জনের সম্পৃক্ততা পেয়েছে। তারা জামিন নিতে গেলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এর আগে, গত ১৭ অক্টোবর পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের কমপক্ষে ২৫টি বাড়ি এবং দোকানে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একটি সরকারি সংস্থার মতে, এ ঘটনায় মোট ৬৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাবাংলা/এনএস

জেলেপল্লীতে সহিংসতা পীরগঞ্জ রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর