Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতের রানওয়ে দেড় ঘণ্টা অচল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ১৮:৩০ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ২০:০৫

চট্টগ্রাম ব্যুরো: বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের চাকায় ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। বিমানটিকে সরিয়ে নেওয়ার পর রানওয়ে চালু হয়।

রোববার (৭ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিট থেকে দেড় ঘণ্টা রানওয়েতে সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

বিজ্ঞাপন

জানা গেছে, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের পর চাকায় ত্রুটি দেখা দেয়। তখন রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। প্রশিক্ষণ বিমানটিকে পরে টেনে পার্কিং এলাকায় নেওয়া হয়। রানওয়ে বন্ধ থাকায় ইউএস বাংলার একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যায়।

বিকেল ৩টা ৫৫ মিনিটে বিমানবন্দরের রানওয়ে আবার সচল হলে বিমান ওঠানামার অনুমতি দেওয়া হয় বলে জানান উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ বিমানবাহিনী শাহ আমানত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর