সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: ইসলামী ফ্রন্ট
৭ আগস্ট ২০২২ ১৮:০০ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ১৮:০৭
ঢাকা: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত একটি অবিবেচক সিদ্ধান্ত।
রোববার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাধ্যমে এক মানববন্ধনে ইসলামী ফ্রন্টের নেতারা এ সব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নগরের অর্থ সম্পাদক অ্যাভোকেট হেলাল উদ্দীন মানববন্ধনে সভাপতিত্ব করেন। এটি সঞ্চালনা করেন মুহাম্মদ আবদুল হাকিম।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব সৈয়দ মুজাফফ্ফর আহমদ মুজাদ্দেদী বলেন, ‘জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দীতে এসে তুঘলকি শাসন কায়েম করছে। বৈশ্বিক বাজারে তৈলের মূল্য যখন কমেছে তখন দেশে জ্বালানি তৈলের মূল্য কমেনি। সরকার নিয়ন্ত্রিত পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগসাজশে আবার গাড়ি ভাড়া বৃদ্ধি করে সাধারণ মানুষের সঙ্গে সরকার নিঃসন্দেহে প্রতারণা করছে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, মুফতি মুহিউদ্দীন হামিদী, যুবনেতা আবু নাসের মুসা, অ্যাভোকেট আবুল কালাম আজাদ, মোহাম্মদ কবির হোসেন, হাফেজ জাহিদুর রহমান, মিজানুর রহমান, শাফায়াত উল্লাহ, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহাম্মদ শরীফ, রাসেল আহমদ প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/একে