Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জ্বালানি তেলের মূল্য বাড়ানোয় বেকায়দায় কৃষক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ১৭:২০

হারুনুর রশিদ, ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: সরকার ডিজেলসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে দেশের কৃষকদের বেকায়দায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ।

জেলার গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা কৃষকদল আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধি, লোডশেডিং, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। রোববার (৭ আগস্ট) ১১টার সময় জেলার শহরের পাঠানপাড়ায় দলীয় অফিসের সামনে এ সামাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে হারুনুর রশিদ বলেছেন, ‘সরকার ডিজেলসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে কৃষকদের বেকায়দায় ফেলে দিয়েছে। যদি জনগণের সরকার হতো তাহলে এ ধরনের সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারতো না।’

তিনি আরও বলেন, সরকার কিছুদিন আগে ৮০০ টাকার সারের মূল্য বৃদ্ধি করে এক হাজার ১০০ টাকা বস্তা করে দিয়েছে। অথচ ২০০০ সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন সারে দাম ছিল ৩০০ টাকা বস্তা।

২০০২২-২৩ অর্থবছরের বাজেটকেও ঋণ নির্ভর বাজেট উল্লেখ করে সরকারের সমালোচনা করেন হারুনুর রশিদ। তিনি আরও বলেন, ‘এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে।’

জেলা কৃষকদলের আহবায়ক মো. তোসিকুল ইসলাম তোসির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা ওমর ফারুক রানা, শওকত আলী, নজরুল ইসলাম, ছাত্রনেতা আনোয়ার হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ বিএনপি বিএনপির এমপি হারুনুর রশিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর