‘অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে’
৭ আগস্ট ২০২২ ১৬:৫২ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ১৯:০৪
ঢাকা: জ্বালানি সংকটের কারণে যে বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে তা সেপ্টেম্বর নাগাদ কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় চলমান লোডশেডিং সেপ্টেম্বর থেকে কমিয়ে আনার চেষ্টা করা হবে। আশা করছি, অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
রোববার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, ‘আগামী মাস থেকে আস্তে আস্তে লোডশেডিং কমিয়ে আনার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ। আমার মনে হয়, সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের বেশি লোডশেড থেকে বেরিয়ে আসবে।’
তিনি বলেন, ‘উৎপাদন বাড়িয়ে দেবো। ধীরে ধীরে গ্যাসের পরিমাণ বাড়িয়ে নিয়ে আসব। কিছুটা ব্যলেন্স করার চেষ্টা করব। সব মিলিয়ে হয়তো অক্টোবর থেকে আমরা আগের অবস্থানে ফিরে যেতে পারব।’ সে পর্যন্ত গ্রাহকদের ধৈর্য্য ধরার অনুরোধ জানান বিদ্যু প্রতিমন্ত্রী।
এর আগে, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে বসার একটাই কারন, তারা কীভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুত পেতে পারেন এবং লোডশেডিং কোথায় কতটুকু হচ্ছে তাদের কাছ থেকে মতামত নেওয়া।’
তিনি বলেন, ‘এখন শিল্পাঞ্চলে শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে। একদিনে সব এলাকায় ছুটি না দিয়ে তা যদি রেশনিংয়ের মাধ্যমে একেক দিন একেক এলাকায় ছুটি চালু করা যায় তাহলে বিদ্যুত কিছুটা সাশ্রয় হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গাজীপুর শুক্রবার বন্ধ রাখা হলে, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বন্ধ রাখা যায়। এভাবে রেশনিং করা গেলে ৫০০ থেকে সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সেভ করা যাবে।’
উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি সংকটের কারণে দেশের সব তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। আর গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রেখে পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সারাবাংলা/জেআর/পিটিএম