ব্লগার নিলয় হত্যা: ৭ বছরের শেষ হয়নি বিচার
৭ আগস্ট ২০২২ ১৪:৩৯
ঢাকা: ২০১৬ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে আট নম্বর সড়কে নিজ বাসায় খুন হন নিলয়। ওই ঘটনায় দায়ের করা মামলার ৭ বছরেও পার হলেও এখনো বিচার শেষ হয়নি । তবে রাষ্ট্রপক্ষ থেকে জানিয়েছেন, মামলাটির চার্জগঠন হয়েগেছে। সাক্ষীরা নিয়মিত আদালতে আসলেও খুব শিগগিরই বিচারিক কার্যক্রম শেষ করতে পারবেন।
বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের এর আদালত সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত ১৮ জানুয়ারি ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ। এরপর ৬ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। কিন্তু ওই দিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য আদালত আগামী ২২ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলা সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুস সাত্তার দুলাল বলেন, ‘মামলাটির অভিযোগ গঠন হয়ে গেছে। এখন সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। সাক্ষীরা যদি নিয়মিত আদালতে আসেন তাহলে মামলার বিচার দ্রুত শেষ হবে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব সাক্ষী হাজির করে মামলার বিচার শেষ করতে। রাষ্ট্রপক্ষ থেকে চেষ্টা করবো ভিকটিমের পরিবার যেন নায়বিচার পাই।’
মামলার বাদী নিলয়ের স্ত্রী আশামণি জানান, এতদিন হয়ে গেল এখনো মামলার বিচার শেষ হলো না। নিলয় হত্যার বিচারের অপেক্ষায় আছি। মামলার বিচার হোক, কাঙ্ক্ষিত একটা বিচার হোক। শুধু নিলয় হত্যা মামলার নয়, অন্য ব্লগার হত্যা মামলারও বিচার হওয়া উচিত। তরতাজা মানুষগুলোকে কেমনে তারা হত্যা করেছে। সরকার যেন মামলাটিতে দৃষ্টি দেয় দ্রুত বিচার হওয়ার জন্য।
২০২০ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস ১৩ জনকে আসামি করে চার্জশিট জমা দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন মেজর (বরখাস্ত) সৈয়দ মো. জিয়াউল হক জিয়া, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খান, মো. কামাল হোসেন সরদার, মাওলানা মুফতী আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সলে সাব্বির, মো. তারেকুল আলম ওরফে তারেক, খায়রুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের।
আসামিদের মধ্যে মেজর জিয়া ও সাদ আল নাহিয়ান পলাতক রয়েছে। আব্দুল্লাহ আল জোবায়ের, খাইরুল ইসলাম, আরাফাত রহমান সিয়াম, মোজাম্মেল হোসেন ও আবু সিদ্দিক কারাগারে আছেন। অপর আসামিরা জামিনে আছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পো স্ট্যান্ডের কাছে আট নম্বর সড়কে নিজ বাসায় খুন হন নিলয়। চার যুবক বাসা ভাড়ার কথা বলে নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নিয়লের গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/একে