আগামী সপ্তাহে সিপিবির ‘হরতাল’
৭ আগস্ট ২০২২ ১৪:২২ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ২২:৪৯
তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্তের’ বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আগামী সপ্তাহে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করবে। এই কর্মসূচির বিষয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে ইতোমধ্যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দলটির পক্ষ থেকে চলতি সপ্তাহে জেলা-উপজেলায় পর্যায়ে প্রশাসনিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে। দলটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে জানান, তেলের দাম সরকার না কমালে, আগামী সপ্তাহে সারাদেশে হরতার কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করি সরকার তেলের দাম কমাবে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ডিজেল, কেরোসিনসহ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সরকারের পক্ষে অপরাধমূলক কাজ। তেলের দাম বাড়লে যাতায়াতসহ সবকিছুর দাম বাড়বে। অর্থনীতিতে চাপ পড়বে। জনজীবন বিপর্যস্ত হবে।
‘বিশ্ববাজারে দাম কমানোর পরেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে এই লুটেরাদের সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। জনস্বার্থের কথা ন্যূনতম বিবেচনা করতে ব্যর্থ এই সরকারের উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সিপিবি জেলা-উপজেলায় ঘেরাও, অবরোধ ও আগামী সপ্তাহে হরতাল কর্মসূচি পালন করবে।’- বলেন তিনি।
সারাবাংলা/এএইচএইচ/এএম