Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁটার পরিবেশ চেয়ে মানববন্ধন

স্পেশার করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ১৩:১১ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ১৪:৩৯

ঢাকা: জ্বালানি সাশ্রয় ও হাঁটার পরিবেশ চেয়ে মানববন্ধন করেছে ছায়াতল বাংলাদেশ। পাশাপাশি ১২ দফা সুপারিশ বাস্তবায়ন চেয়ে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

রোববার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত মানববন্ধনে এই দাবি জানান নেতারা। একইসঙ্গে তারা জ্বালানি সাশ্রয় ও হাঁটার পরিবেশ তৈরিতে প্রবিধানমালা-২০২১ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘ঢাকা শহরে প্রায় দুই কোটি মানুষের বসবাস এবং নগরের প্রায় শতকরা ৬০ ভাগ মানুষ কোনো না কোনোভাবে হেঁটে যাতায়াত করে। জাতীয় সমন্বিত বহু মাধ্যমভিত্তিক নীতিমালা-২০১৩ অনুযায়ী পথচারীদের প্রাধ্যান্য দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও যাতায়াত পরিকল্পনায় হেঁটে যাওয়ার পরিবেশ নিশ্চিত হয়নি। প্রথমবারের মত পথচারীদের নিরাপদে ও স্বাছন্দে যাতায়াত নিশ্চিত করতে পথচারী নিরাপত্তা প্রবিধানমমালা-২০২১ শীর্ষক প্রবিধানমালা খসড়া করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্রবিধানটি প্রণয়ন করার ক্ষেত্রে ধীরগতি লক্ষ করা যাচ্ছে।’

নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমানে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের মাধ্যমে আপানি অপচয় রোধ করার কার্যকরী ভূমিকা পালন সম্ভব। বিষয়টি বিবেচনায় এলাকাভিত্তিক লোডশেডিং, সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা, সরকারি কর্মকর্তাদের গাড়ির তেলের বরাদ্দ হ্রাস, একই গাড়িতে একাধিক কর্মকর্তার অফিস যাতায়াতে উৎসাহিত করা, স্টাফ বাসে যাতায়াত করাসহ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পাশাপাশি নগরে হেঁটে যাতায়াতের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।’

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন ছায়াতল বাংলাদেশের কাকলী কাদের, মেহেবুবা আকতার, জোবায়ের হোসেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

ছায়াতল টপ নিউজ হাঁটার পরিবেশ