Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আইএমএফের শর্ত পূরণে জনগণকে বলি দিচ্ছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ২৩:৫৫

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতা ধরে রাখার স্বার্থে যেন তেন প্রকারে আইএমএফের শর্ত পূরণে জনগণকে বলি দিচ্ছে সরকার। দুর্নীতি ও অপচয় বন্ধ করেও ঘাটতি সমন্বয়ের শর্ত পূরণ করা যেত। সরকার সে পদক্ষেপ নেয়নি। সরকার সীমাহীন দুর্নীতি ও অবাধ লুণ্ঠনের পথ খোলা রেখে দেশের জনগণের বেঁচে থাকার অধিকারকেই তছনছ ও পদদলিত করে দিয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জেএসডিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জেএসডি সভাপতি বলেন, ‘বেঁচে থাকার স্বার্থেই সরকারকে বিদায় করার লক্ষ্যে চূড়ান্ত লড়াইয়ের জন্য জনগণকে রাজপথে নামতে হবে। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অনিবার্য হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘কোনো জনপ্রতিনিধিত্বশীল সরকারের পক্ষেই জ্বালানি তেলের দাম একসঙ্গে হঠাৎ করে অস্বাভাবিক ভাবে বাড়ানো সম্ভব হতো না। সরকার ভোটার বিহীন ও গণবিরোধী বলেই তা সম্ভব হয়েছে। অসহনীয় মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন যেখানে গভীর সংকটে নিপতিত সেখানে বিশ্ববাজারে তেলের দাম কমার পরও অস্বাভাবিকভাবে তেলের মূল্য বৃদ্ধি করায় সবক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। নিত্য প্রয়োজনীয় দ্রবাদির মূল্য আরও কয়েক ধাপ বৃদ্ধি পাবে। যা জনগণকে চরম দুর্দশায় পিষ্ট করবে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প গণজাগরণ, গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থান সংগঠিত করা।’

যোগদান অনুষ্ঠানে জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আ স ম আবদুর রব জেএসডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর