দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ
৬ আগস্ট ২০২২ ২২:৪০ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ১২:৫১
ঢাকা: মাত্র আড়াই মাসের মধ্যে পাঁচ দফায় বেড়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার (৬ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করেছে বাজুস।
এবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৫৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩০২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে, গত মে মাসে ৮২ হাজার ৪৬৬ টাকায় উঠেছিল ২২ ক্যারেট মানের সোনার দাম। যা দাম বৃদ্ধিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ। আর গত ৩ দিন আগের (৩ আগস্ট) তৃতীয় সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।
শনিবার (৬ আগস্ট) বাজুস ঘোষিত নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ৮৪ হাজার ৩০২ টাকা, ২১ ক্যারেটের দাম ৮০ হাজার ৪৫৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৮ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৬ হাজার ৯৫৯ টাকা।
৩ দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
মাত্র তিন দিন আগেও গত ৩ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়।
গত ২৮ জুলাইও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়।
এর দু’দিন আগে ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই কার্যকর হয়।
এছাড়া, গত ২২ মে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৫ টাকা করা হয়েছিল।
সারাবাংলা/এমও