চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায়
সিনিয়র করসেপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ২১:০৫
৬ আগস্ট ২০২২ ২১:০৫
ঢাকা: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের সঙ্গে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন।
শনিবার (৬ আগস্ট) তাকে বহনকারী একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এ সময় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
ওয়াং ই রোববার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। একই দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তার দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/পিটিএম