Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি শিরিনা বিথী

ইবি করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ২১:০০

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথী। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

শনিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গতকাল শুক্রবার থেকে বিভাগটির সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুনের মেয়াদ শেষ হয়। ফলে পরদিন শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী জেষ্ঠ্যতার ভিত্তিতে শিরিনা খাতুন বিথিকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

সারাবাংলা/এমও

ইসলামী বিশ্ববিদ্যালয় নতুন সভাপতি রাষ্ট্রবিজ্ঞান শিরিনা বিথী