Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ২০:২৭

রংপুর: রেলওয়ের স্টেশন মাস্টার পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অপরাধে রংপুরে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে ওই পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৬ আগস্ট) নগরীর রংপুর উচ্চ বিদ্যালয়ে রেলওয়ের স্টেশন মাস্টার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া ওই পরীক্ষার্থীর নাম সিয়াম। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়।

এ বিষয়ে মাহবুবুর রহমান জানান, শনিবার নগরীর রংপুর উচ্চ বিদ্যালয়ে রেলওয়ের স্টেশন মাস্টার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় কক্ষের দায়িত্বরত শিক্ষক বিষয়টি দেখে ফেলেন। পরে তাকে এ নিয়োগ পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, ওই পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

নিয়োগ পরীক্ষা রংপুর রেলওয়ের স্টেশন মাস্টার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর