Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উন্নয়ন স্থবির হয়ে পড়বে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ১৯:০৮ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ১০:১২

সৈয়দ মুফতি মুহাম্মদ রেজাউল করীম

ঢাকা: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (৬ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসংকটে পড়বে। উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে। সাধারণ মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেদিন কমলো, সেদিন বাংলাদেশে বাড়ল অস্বাভাবিকভাবে। বাজার পর্যবেক্ষণ না করে কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।’

অনতিবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে, আগের মূল্য বহাল রাখার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ মূল্যবৃদ্ধির কারণে শিল্প কল-কারখান বন্ধ হয়ে যাবে। ফলে নতুন করে সংকট সৃষ্টি হবে। শ্রমিক অসন্তোষ বাড়বে। এমনিতেই সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ের ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। এখন আবার জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠবে। এর প্রভাব পড়বে সাধারণ ও খেটে খাওয়া মানুষের ওপর। জ্বালানি তেলের দাম বাড়ায় দেশে পরিবহন ভাড়া বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাড়বে মুদ্রাস্ফীতি।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘এ অমানিবক সিদ্ধান্ত সরকারকে বাতিল করতেই হবে। অন্যথায় সারাদেশে গণরোষ সৃষ্টি হয়ে গণআন্দোলনে রূপ নেবে। তাই সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন।’

বিজ্ঞাপন

কর্মসূচি:

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্ধিত মূল্যের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর রোববার (৭ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে।

সারাবাংলা/এজেড/এনএস

ইসলামী আন্দোলন বাংলাদেশ জ্বালানির মূল্যবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর