Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধান্ত প্রত্যাহারের পরও চট্টগ্রামের রাস্তায় নেই গণপরিবহন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ১৯:২৫ | আপডেট: ৬ আগস্ট ২০২২ ১৯:৩১

চট্টগ্রাম ব্যুরো: জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন না চালানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ’। দিনভর যান চলাচলে বাধা, মানুষের ভোগান্তির পর সংগঠনটি গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিলেও নগরীতে বাস-হিউম্যান হলারের খুব একটা দেখা মিলছে না।

শনিবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল সারাবাংলাকে বলেন, ‘প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাড়া নির্ধারণে ঢাকায় বৈঠক হচ্ছে। আমরা সব মালিক-শ্রমিকদের তাদের পরিবহন নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছি।’

বিজ্ঞাপন

চট্টগ্রামে গণপরিবহনে নৈরাজ্য, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামে শহর এলাকার বাস চলাচলকারী দু’টি মালিক সমিতি হচ্ছে- চট্টগ্রাম জেলা সড়ক পরিহন মালিক গ্রুপ ও চট্টগ্রাম বাস মালিক সমিতি। এর মধ্যে মালিক গ্রুপ শুধু গণপরিবহন চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছিল।

মালিক গ্রুপের এ ঘোষণায় চট্টগ্রামে পরিবহন খাতে শনিবার সকাল থেকে কার্যত নৈরাজ্য সৃষ্টি হয়। নগরীতে বাস, হিউম্যান হলারসহ গণপরিবহন চলাচল প্রায় বন্ধ হয়ে আছে। সিএনজিচালিত অটোরিকশাসহ যেসব গাড়ি চলছে, ভাড়া হাঁকাচ্ছে দ্বিগুণেরও বেশি। সকালে কর্মস্থলে যেতে লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা না পেয়ে অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যে।

এদিকে বিভিন্ন উপজেলা থেকে মহানগরীতে বাস চলাচলও অনেক কমে গেছে। অল্পসংখ্যক বাস চলাচল করলেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক আছে। তবে এসব বাস নগরীতে পৌঁছার পর কিংবা নগরী ছেড়ে যাওয়ার সময় বিভিন্নস্থানে শ্রমিকরা বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরীর আগ্রাবাদে পোশাক শ্রমিকদের বহনকারী বাসে হামলার অভিযোগে দু’জনকে আটক করা হয়। সার্বিক পরিস্থিতিতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা লাগছে। এক লিটার অকটেনের জন্য দিতে হচ্ছে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রলের দাম পড়ছে ১৩০ টাকা।

সারাবাংলা/আরডি/এমও

গণপরিবহন চট্টগ্রাম টপ নিউজ সিদ্ধান্ত প্রত্যাহার