Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনৈতিক দলগুলোর মধ্যে উঁচু দেয়াল তুলেছে বিএনপি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২২ ১৭:৩১

ফাইল ছবি: ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মাস্টারমাইন্ড, তারাই ২১ আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। আমরা কিভাবে এদের সঙ্গে রাজনীতি করব? পঁচাত্তরের ঘটনায় আমাদের মধ্যে কর্ম-সম্পর্কের দেয়াল তো তারাই তুলেছে। বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তরে প্রথম রাজনৈতিক দলের মধ্যে কর্ম-সম্পর্কের উঁচু দেয়াল তুলেছে বিএনপি। এ দেয়াল আরও উঁচু করেছে জেল হত্যাকাণ্ড এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা।’

বিজ্ঞাপন

শনিবার (৬ আগস্ট) শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষ্যে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটি এই প্রদর্শনীর আয়োজন করে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজ একটা প্রশ্ন করব, আগস্ট এলে এই প্রশ্ন অনেকবার করেছি, জবাব পাইনি। ১৫ আগস্ট জেনারেল জিয়া যদি জড়িত না থাকতেন? খুনীদের নিরাপদে বিদেশে পাঠানো, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি কে দিয়েছিল, জিয়াউর রহমান? পলাশীর যুদ্ধের মীরজাফর আলী খানের জায়গায় খন্দকার মোশতাক, সেনাপতি ইয়ার লতিফ ও রায় দুর্লভের জায়গায় জিয়াউর রহমান— তারা বিশ্বাসঘাতকতা করে রক্ত ঝরিয়েছে পঁচাত্তরে।’

খুনীদের কেন পুরস্কৃত করা হল— এই প্রশ্নের জবাব বিএনপি কোনোদিনও দিতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘জবাব সহজ। এই খুনীদের বিচার হবে না, হত্যার বিচার রোধকারী ইনডেমনিটি অর্ডিন্যান্স কে সংবিধানের পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিল? তাদের নেতা জিয়াউর রহমান। বঙ্গমাতা হত্যার বিচার হবে না, বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না, শিশু রাসেল হত্যার হত্যার বিচার হবে না, আরজু মনি অন্তঃস্বত্ত্বা নারী হত্যার বিচার হবে না? এদের সঙ্গে রাজনীতিতে কর্ম-সম্পর্ক কিভাবে রাখব আমরা?’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তারপরও আমি বলব, শেখ হাসিনা অনেক উদার। যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মাস্টারমাইন্ড, তারাই ২১ আগস্ট শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। কিভাবে এদের সঙ্গে রাজনীতি করব? পঁচাত্তরের ঘটনায় আমাদের মধ্যে কর্ম-সম্পর্কের দেয়াল তো তারাই তুলেছে। বাংলাদেশের রাজনীতিতে পঁচাত্তরে প্রথম রাজনৈতিক দলের মধ্যে কর্ম-সম্পর্কের উঁচু দেয়াল তুলেছে বিএনপি। এ দেয়াল আরও উঁচু করেছে জেল হত্যাকাণ্ড। এ দেয়াল আরও উঁচু হয়েছে ২১ আগস্ট।’

বিজ্ঞাপন

তারপরও বঙ্গবন্ধুর কন্যা বেগম জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর পর ছুটে গিয়েছিলেন সন্তানহারা মাকে শোক জানাতে। তার মুখের ওপর ঘরের দরজা ও বাড়ির মেইন গেট বন্ধ হয়ে গেল। এদের সঙ্গে আমরা কর্ম-সম্পর্ক? এদের সঙ্গেই আবার বঙ্গবন্ধু কন্যা ডেকে এনে গণভবনে সংলাপ করেছেন। গণতন্ত্রের স্বার্থে এই আলোচনা করেছিলেন বলে মনে করেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা প্রথম বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া নেন, আমার কেন? আমি তো বিদ্যুতের না মন্ত্রী। বিদ্যুৎ মন্ত্রী কি প্রতিক্রিয়া দেন সেটা আগে শুনতে হবে, এরপর আমি দলেরটা পরেরদিন ভেবে বলব।’

অপর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পরিবহন আমার, যা করার আমি করছি।’

অনুষ্ঠানে শিক্ষা ও মানবসম্পদক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্য সচিব শামসুন নাহার চাঁপা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং চিত্রশিল্পী হাশেম খান।

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ টপ নিউজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর