ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা
৬ আগস্ট ২০২২ ১৬:০৩ | আপডেট: ৬ আগস্ট ২০২২ ১৬:০৬
সিরাজগঞ্জ: দেশে হঠাৎ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে সরকারের এমন সিদ্ধান্তের কারণে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে পরিবহন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ। এদিকে সিরাজগঞ্জ পৌর বাসস্ট্যান্ড থেকে নকাল পর্যন্ত ২-১টি ছাড়া দূরপাল্লার কোনো যানবহন ছেড়ে যেতে দেখা যায়নি।
বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে প্রতিদিন ২২ জেলার প্রায় হাজারও যানবহন চলাচাল করে। তবে শনিবার (৬ আগস্ট) এই মহাসড়কটি ছিল ফাঁকা। বঙ্গবন্ধু সেতু হয়ে জেলার গুরুত্বপূর্ণ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দেখা যায় একই চিত্র। বিভিন্ন মোড়ে যানবহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রীরা।
হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যানবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানান, সকাল থেকেই বাসের জন্য দাঁড়িয়ে আছি। ২-১টি বাস আসলেও সিট নেই, ভাড়াও অনেক বেশি- সেজন্য উঠতে পারিনি। তবে অনেকেই ভাড়া বেশি দিয়েই কর্মস্থলে যাচ্ছে।
এসআই এন্টারপ্রাইজের চালক ফরিদুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আমরা গাড়ি নিয়ে বের হয়নি। সরকার তেলে দাম বাড়িয়েছে। কিন্তু আমাদের বাস ভাড়া বাড়ায়নি। যাত্রীরাও দুর্ভোগে পড়েছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের ছেয়ে-মেয়ে নিয়ে না খেয়ে দিনপার করতে হবে।’
সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান বলেন, তেলের দাম বৃদ্ধি ও বৃষ্টির কারণে অন্যান্য দিনের চেয়ে আজ সিরাজগঞ্জের মহাসড়কে যানবহনের চাপ একটু কম রয়েছে।
মহাসড়ক ফাঁকা না জানিয়ে তিনি আরও বলেন, ‘দুরপাল্লার কিছু গাড়ি বন্ধ রয়েছে। তবে এই মহাসড়কে এখনো প্রচুর গাড়ি চলাচল করছে।’
সারাবাংলা/এনএস