Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে ঘুমিয়েছিল, প্রাণ গেল আগুনে

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২২ ২১:০০ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ২১:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার পাড়ায় এ ঘটনা ঘটেছে। মৃত লামিয়া আক্তার জমাদার পাড়ার গোলবক্স মুহুরী বাড়ির প্রবাসী রাজীব আহমেদের মেয়ে।

ঘটনাস্থলে যাওয়া মীরসরাই ফায়ার স্টেশনের লিডার হায়াতুন নবী সারাবাংলাকে জানান, শিশুটি ঘরে ঘুমিয়েছিল। তার মা পুকুরে গোসল করতে গিয়েছিলেন। দুপুর সোয়া ১টার দিকে ঘরে আগুন লাগে। আগুনে দগ্ধ হয়ে শিশুটি মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং মৃত শিশুটিকে উদ্ধার করেন। আগুনে টিনশেডের একটি বসত ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

সারাবাংলা/আরডি/এমও

আগুন টপ নিউজ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর