Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠ উপহার স্বাধীনতা দিয়েছিলেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২২ ২০:৩৯

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘১৯৭১ সালে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠ উপহার স্বাধীনতা দিয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সা‌লে পদ্মা সেতু উপহার দিয়েছেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন। শুক্রবার (৫ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়‌নের ৯টি স্থানে আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এসব আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপল‌ক্ষে কেক কা‌টেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল বহু প্রতিভার অধিকারী একজন সৃষ্টিশীল মানুষ ছিলেন। তিনি ছিলেন তারুণ্যের অহংকার। তিনি শুধু একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছয় দফা ও ১১ দফা আন্দোলন এবং ৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করে হাতিয়ার তুলে নিয়ে দেশমাতৃকার মুক্তির যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।’

মন্ত্রী ব‌লেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। তারপরও ষড়যন্ত্র থামেনি। জাতির জনক বঙ্গবন্ধুকেও নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের নামটিই মুছে দিতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, ভুলতা ইউনিয়‌ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়াসহ অনেকে।

সারাবাংলা/এমও

বঙ্গবন্ধু বাঙালি জাতি শ্রেষ্ঠ উপহার স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর