Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ কামালের সমাধিতে ডিএসসিসি মেয়রের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২২ ১৯:০২

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহিদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৫ অগাস্ট) বাদ জুমা শেখ তাপস বনানী কবরস্থানে শহিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি শেখ কামালের কবর জেয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিজ্ঞাপন

পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বনানী কবরস্থানে শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ও মেয়রের দাদি শেখ আছিয়া খাতুন, শ্বশুর মরহুম মুগিস উদ্দিন আহমেদ ও শাশুড়ি আনজুমান আরা বেগমের কবর জেয়ারত করেন ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

সারাবাংলা/আরএফ/একে

ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস মেয়র তাপস শেখ কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর