Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটক সেজে ১৯ দালালকে আটক করেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২২ ১৮:২৭

কক্সবাজার: শহরের কলাতলী ডলফিন মোড়ে পর্যটক সেজে দালাল চক্রের ১৯ সদস্যকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলো- জাফর আলম (৩৮), মো. আব্দুলাহ (১৮), ইসমাইল (২৪), ইব্রাহীম (৩৭), নুর আলম (২৬), চাঁদ মিয়া (১৯), নজু আলম (৩৫), রুবেল (২৬), জুয়েল মিয়া (৩২), সাদেকুর (২৬), সৈয়দ নুর (৩০), সাহিদ (২৬), হেলাল উদ্দিন (৪০), সাগর (২৩), গিয়াস উদ্দিন (৩৩), সৈয়দ আলম (৩৬), মো. হোসেন (৪৭), রবিউল হাসান (২০) ও ইমরান (২১)।

বিজ্ঞাপন

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন বেড়াতে আসা পর্যটকদের ভালো হোটেল খুঁজে দেওয়ার নামে নিম্নমানের রুম দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে। তাদের বেশিরভাগই রিকশা ও টমটম চালক হলেও মূলত তারা এই অপকর্মের সঙ্গে জড়িত।

চক্রের সদস্যরা ভোর থেকে ডলফিন মোড়ের বিভিন্ন জায়গায় অবস্থান করে। তারা পর্যটকদের পতিতা ও মাদক সাপ্লাই দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়। ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। দাবি করা চাঁদা না দিলে চক্রের নারী সদস্যদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে ভয় দেখিয়ে তাদের আত্মীয়-স্বজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে।

আবার বেড়াতে আসা পর্যটকরা বাস থেকে নামলেই লাগেজ নিয়ে টানাটানি করে। একপর্যায়ে জোরপূর্বক হোটেলের রুম নিতে বাধ্য করে। বিভিন্ন সময় পর্যটকদের হোটেল দেখিয়ে দেওয়ার নাম করে নির্জন জায়গায় নিয়ে তাদের জিনিসপত্র লুটও করে।

তাই দালাল চক্র ধরতে পর্যটকের ছদ্মবেশে সকালে অভিযান চালানো হয়। আটকরা প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা দীর্ঘদিন এ কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কলাতলী ট্যুরিস্ট পুলিশ ডলফিন মোড় দালাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর