মানবপাচার চক্রের ৬ জন গ্রেফতার, তিন নারী উদ্ধার
৫ আগস্ট ২০২২ ১৭:৩৮ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ১৭:৫২
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। একইসঙ্গে ভারতে পাচারকালে পালিয়ে আসা এক নারীসহ তিন জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, পাচারকারী চক্রটি গত ৫ বছর ধরে সিদ্ধিরগঞ্জ ইপিজেডের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকসহ অবহেলিত নারীদের টার্গেট করে বিদেশে পাচার করে আসছে। পাচারের শিকার এক নারী পালিয়ে এসে বৃহস্পতিবার এ বিষয়ে র্যাব-১১ সদর দফতরে গিয়ে লিখিত অভিযোগ করেন। তার দেওয়া তথ্যে রাতেই মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় পাঁচ নারীসহ মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে।
তাদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন আলামত। অভিযানে পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয় আরও দুই নারীকে।
ভুক্তভোগী নারীরা জানান, পাচারকারী চক্রটি পার্শ্ববর্তী দেশ ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলেছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সারাবাংলা/এমও
টপ নিউজ তিন নারী উদ্ধার নারায়ণগঞ্জ নারী উদ্ধার মানবপাচার মানবপাচার চক্র