ন্যান্সি পেলোসির উপর চীনের নিষেধাজ্ঞা
৫ আগস্ট ২০২২ ১৭:৪৭ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ১৭:৪৮
ঢাকা: সতর্কবার্তা উপেক্ষা করে তাইওয়ান সফর করায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় পেলোসির বিরুদ্ধে অনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারির তথ্য জানিয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বেগজনকভাবে হস্তক্ষেপ করছেন পেলোসি, এতে তিনি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবমূল্যায়ন করেছেন।
এতে আরও বলা হয়, তাইওয়ান সফরের কারণে পেলোসি এবং তার পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।
যদিও নিষেধাজ্ঞার আওতা সম্পর্কে বিস্তারিত বলা হয়নি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। এই ধরনের নিষেধাজ্ঞা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেও প্রতীকী হয়ে থাকে।
এর আগে, গত মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছান। এর পরপরই তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন। একইসঙ্গে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে বেইজিং।
সারাবাংলা/আইই