মাংকিপক্স: যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি
৫ আগস্ট ২০২২ ০৯:২৮ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ১২:৪৮
যুক্তরাষ্ট্রজুড়ে মাংকিপক্সের নতুন রোগী বাড়তে থাকায় সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে গণস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এদিকে, ভাইরাসটির সংক্রমণ বাড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বোচ্চ সতর্কতা জারির পরপরই জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
শুক্রবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
জরুরি অবস্থা জারির মাধ্যমে মাংকিপক্স নিয়ন্ত্রণে ভ্যাকসিনেশন ও এর চিকিৎসা কার্যক্রমের গতি আরও বাড়ানো হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে, জুলাইয়ের শেষ সপ্তাহে মাংকিপক্সকে কেন্দ্র করে বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।
এ নিয়ে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সাতবার বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুসারে, দেশটিতে এখন মাংকিপক্সে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৬০০-এর বেশি।
দেশটির মোট রোগীর মধ্যে এক-তৃতীয়াংশই নিউ ইয়র্কে। সেখানে গত সপ্তাহে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরপরের অবস্থানে আছে ক্যালিফোর্নিয়া ও ইলিনয়।
সারা বিশ্বে মাংকিপক্সে আক্রান্তের সংখ্যা এখন ২৬ হাজারের বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
এ পর্যন্ত ৮০ দেশ থেকে মাংকিপক্স শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটি অবশ্য নতুন কোনো রোগ নয়। আফ্রিকার দেশগুলোতে এর আগে কয়েকবার এ রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। ১৯৫০-এর দশকে প্রথম এ রোগ শনাক্ত হয় মধ্য আফ্রিকায়।
সারাবাংলা/একেএম