Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে কবর থেকে কঙ্কাল চুরির সত্যতা পেয়েছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ২৩:৪০

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, জেলার পীরগঞ্জ উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী গোরস্তানের পুরাতন কবর থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনায় অজ্ঞাত দুস্কৃতিকারীদের কথা উল্লেখ করে শেখ সমশের আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এই ঘটনা তদন্তে আদালতের নির্দেশনা চান পীরগঞ্জ থানা পুলিশ। আদালত বিষয়টি আমলে নিয়ে কবর খুড়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ চন্দ্র রায়ের উপস্থিতিতে ১৭টি কবর খুড়ে দেখা হয়। এর মধ্যে ৮টি কবরে কঙ্কাল বা হাড় হাড্ডি পাওয়া যায় এবং ৮টিতে পাওয়া যায়নি। আর একটিতে আংশিক হাড় হাড্ডির উপস্থিতি লক্ষ করা গেছে বলে জানায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ। প্রাথমিক ভাবে কবর থেকে কঙ্কাল বা হাড় হাড্ডি চুরির প্রমাণ মিলেছে বলে জানান তিনি।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘কবর খুড়ে কঙ্কাল চুরির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ জুলাই) রাতে পীরডাঙ্গী পৌরশহরের গোরস্থানের পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

সারাবাংলা/একে

কঙ্কাল কবরস্থান ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর