Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণের নির্দেশ পেয়েও জামিনের কথা জানিয়ে ফুলের মালায় বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ২২:০৮ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ০৮:৫৪

মুন্সীগঞ্জ: নারায়ণগঞ্জে দুই কনটেইনার বিদেশি মদ জব্দের ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান আশিককে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো.বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

বিজ্ঞাপন

মদ জব্দের ঘটনার পর ছেলে আশিকসহ আত্মগোপনে ছিলেন আজিজুল। এদিকে আদালতের নির্দেশনার পর বৃহস্পতিবার বিকেলে গাড়িবহর নিয়ে আজিজুল ইসলাম ষোলঘর এলাকায় আসেন। চেয়ারম্যান জামিম পেয়েছেন বলে বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে দেন নেতাকর্মীরা। বিকেলে আজিজুলের মোটরসাইকেলবহর এলাকায় এলে তাকে ফুলের মালা পরিয়ে দেন কর্মীরা। এ সময় মিষ্টি বিতরণের ঘটনাও ঘটে।

ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম জামিনের ব্যাপারে বলেন, ‘আমি ও আমার ছেলে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি।’

জামিন পাননি, আপনাকে আত্মসমর্পণ করতে বলে জানালে চেয়ারম্যান বলেন, ‘আমি জামিন পাইনি কাগজ দেখান। আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন জামিন পেয়েছি। আপনি কোথায় পেলেন আদালত আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে।’

আদালতে চেয়ারম্যান আজিজুলের পক্ষে জামিন আবেদনের পক্ষে ছিলেন রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

বিজ্ঞাপন

এর আগে র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সোনারগাঁয়ের টিপুরদী এলাকার চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে দুটি কনটেইনার জব্দ করে। এ কনটেইনার দুটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এরপর সোনারগাঁ থানায় র‌্যাব-১১ এর উপ- পরিচালক মো. শাহাদাত হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আজিজুল ইসলাম গাড়িবহর নিয়ে এসেছে বলে খবর পেয়েছি। তখন তার কর্মীরা বাড়িতে জড়ো হয়। তবে কোনো রকমের বিশৃঙ্খল ঘটনার খবর পাইনি।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয় এলাকা থেকে কনটেইনার ভর্তি আমদানি করা প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের প্রায় ৩৭ হাজার বোতল বিদেশি মদ জব্দ করে র‌্যাব-১১। যার মূল হোতা ছিলেন আজিজুল। সিন্ডিকেটের হোতা চেয়ারম্যান আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদকে পরদিন রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে দেশত্যাগের সময় গ্রেফতার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব-১১–এর উপ-পরিচালক শাহাদাত হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম ও তার দুই ছেলে আশিক-আহাদসহ ১১ জনকে আসামি করে সোনারগাঁও থানা মামলা করেন।

মামলায় আসামিরা হলেন মো. নাজমুল মোল্লা (২৩), সাইফুল ইসলাম (৩৪), মো. আজিজুল ইসলাম (৫৭), মিজানুর রহমান আশিক (২৪), আব্দুল আহাদ (২২), জাফর আহমেদ (৩৫), শামীম (৩২), রায়হান (৩৫), দুবাই প্রবাসী অজ্ঞাত, দিপু (২৮) এবং বাদশা (৩২)।

র‌্যাব জানায়, এ চক্রটি দেশে টিভি ও গাড়ির পার্টস ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিপণন নেটওয়ার্ক তৈরি করে। অবৈধ মাদক বিদেশ থেকে আনার পরে মুন্সীগঞ্জের শ্রীনগর, রাজধানীর বংশাল ও ওয়ারীতে ওয়্যার হাউসে রাখতেন। পরে সুবিধাজনক সময়ে এ সব অবৈধ মাদক বিপণন করতেন। ক্ষেত্রবিশেষে ট্রাক ও কনটেইনার থেকে সরাসরি ক্রেতাদের কাছে সরবরাহ করা হতো। মামলায় উল্লেখ করা হয়, দুটি কনটেইনারে ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ ছিল। যার আনুমানিক মূল্য ৪৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

সারাবাংলা/কেআইএফ/একে

আজিজুল চেয়ারম্যান নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর