Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটিয়ায় পোশাক কর্মীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ২১:১৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ায় চারদিন আগে পোশাক কারখানার এক কর্মীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণে জড়িতরা পোশাক কর্মীর একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে নগরী থেকে হৃদয় হোসেন সাগর (২২) নামে ওই সিএনজি অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।

বিজ্ঞাপন

গত সোমবার (১ আগস্ট) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামে একটি নির্জন স্থানে নিয়ে ওই তরুণীকে অটোরিকশা চালকসহ চারজন মিলে ধর্ষণ করে বলে ওসি জানিয়েছেন।

ওসি রেজাউল সারাবাংলাকে বলেন, ‘আক্রান্ত তরুণী উপজেলা সদরের আমজুরহাট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার সন্ধ্যায় কারখানা থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য অটোরিকশার অপেক্ষায় ছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা পরিচিত হৃদয় অটোরিকশা নিয়ে তার সামনে আসে। অটোরিকশায় আরও চার যুবক বসা ছিল। সবাই একই গ্রামের বাসিন্দা ও তরুণীর পরিচিত। তরুণী ওই অটোরিকশায় ওঠেন। এরপর জোর করে চাপড়া গ্রামে নিয়ে প্রাচীরঘেরা একটি খালি জায়গায় নিয়ে তাকে চারজন মিলে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে লোকজন উপস্থিত হলে তারা পালিয়ে যায়।’

এ ঘটনায় পরদিন তরুণীর বাবা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। গ্রেফতার চালক হৃদয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

ধর্ষণ পটিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর