তাইওয়ান ইস্যুতে আলোচনার মাধ্যমে সুরাহা চায় বাংলাদেশ
৪ আগস্ট ২০২২ ২০:০৬ | আপডেট: ৪ আগস্ট ২০২২ ২২:০৮
অখণ্ড চীনের প্রতি দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘের চার্টার মেনে আলোচনা হোক, তার মাধ্যমে সমাধান আসুক— পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তাইওয়ান ইস্যুতে ঢাকার এমন অবস্থানের কথা জানানো হয়েছে।
একইসঙ্গে, বাংলাদেশ তাইওয়ান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে সবপক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে বলা হয়। আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি কিংবা শান্তি-স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কাজ থেকে সবাই বিরত থাকার কথা বলা হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ানে ঝটিকা সফরকে কেন্দ্র করে চীন-মার্কিন উত্তেজনার পারদ বাড়তে শুরু করে । ২৫ বছরের মধ্যে প্রথমবার মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ‘নিজ দায়িত্বে’ তাইওয়ান সফরের ভেতর প্রতীকী তাৎপর্য দেখছেন বিশ্লেষকরা। চীন অনেক আগে থেকেই এ সফরের তীব্র বিরোধিতা করে আসছিল।
অন্যদিকে, বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে পেলোসির তাইওয়ান সফরকে অখণ্ড চীন নীতি এবং চীন-মার্কিন যোগাযোগ ইশতেহারের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
সারাবাংলা/একেএম