Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু: চালক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১৯:৪৮

ঢাকা: মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ মোল্লার মৃত্যুর মামলায় গ্রেফতার চালক সুজনের জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহীন আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন।

এদিকে আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সুজনকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, গত ৩ আগস্ট মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি মাথার পেছনে ও পায়ে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হন। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউ অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আবদুল আজিজের স্ত্রী স্মৃতি আরা বনানী থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।

নিহত আবদুল আজিজ গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের কর্মরত ছিলেন।

সারাবাংলা/এআই/একে

কারাগার পুলিশ বাসচাপায় মৃত্যু বাসচালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর