Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলার ঘটনায় এক বিবৃতিতে ২ দলকে ধুয়ে দিল সিপিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১৮:৪৬ | আপডেট: ৪ আগস্ট ২০২২ ২০:১৮

ঢাকা: ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিবৃতিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং রাজপথের প্রধান বিরোধীদল বিএনপিকে ধুয়ে দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দাবি করেছে, ‘অতীতের মতো বর্তমান সরকারও গদি রক্ষায় দমন-পীড়ন ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি।’

বিজ্ঞাপন

‘দিনাজপুরের ইয়াসমিন হত্যাকাণ্ড পরবর্তী নিষ্ঠুরতা, কানসাট ও ফুলবাড়ি ট্রাজেডি, সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের হত্যা এবং মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের হত্যা করেও অতীতে গদি রক্ষা করতে পারেনি বিএনপি। বর্তমান সরকারও দমন-পীড়ন চালিয়ে, হত্যা করে গদি রক্ষা করতে পারবে না’- বলেন সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শাসক শ্রেণির দমন-পীড়ন বছরের পর বছর চলছে উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, ‘দেশ আইনের শাসনে চলছে না। ক্ষমতার দম্ভে, আধিপত্য বিস্তারে সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, রক্ত ঝরাচ্ছে। নানা ধরনের অস্ত্রের মহড়া প্রকাশ্য প্রদর্শিত হচ্ছে।’

বিবৃূতিতে তারা বলেন, ‘সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সরকারি দলের ছাত্র সংগঠনের কমিটি গঠনকে সামনে রেখে যে নারকীয় ঘটনা ঘটেছে, তার কোনো বিচার হচ্ছে না।’

একইসঙ্গে, হত্যা-হামলা-মামলা-দমন-পীড়নের বিরুদ্ধে সারাদেশের মানুষকে সোচ্চার হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে সিপিবি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একেএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ