Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত বাসে নারীকে ধর্ষণের আলামত মিলেছে: চিকিৎসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১৮:০০

ঢাকা: টাঙ্গাইলে চলন্ত বাসে গণ ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন।

এদিকে বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ডাক্তারি পরীক্ষা শেষে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনা মেডিক্যালের সহকারি অধ্যাপক রেহেনা পারভীন বলেন, তিন সদস্যের মেডিক্যাল টিম ওই নারীকে পরীক্ষা করেছেন। কিছু সাইন পজিটিভ আছে। সাইন অব স্ট্রাগল রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। তার ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, ভুক্তভোগী নারীকে জনাববন্দি দেওয়ার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার (৩ আগস্ট) ভোরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস টাঙ্গাইলে ডাকাতদের কবলে পড়ে। ওই বাসের সব যাত্রীকে জিম্মি করার পাশাপাশি চলন্ত বাসে এক নারীকে ধর্ষণ করার ঘটনা ঘটে।

ওই নারীর বাড়ি কুষ্টিয়ায়। তিনি গার্মেন্টে চাকরির জন্য কুষ্টিয়া থেকে ঢাকায় রওয়ানা দিয়েছিলেন।

ডাকাতি শেষে যাওয়ার সময় টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর স্তূপে বাসটি উল্টে রেখে যায় ডাকাতদল।

পুলিশ জানিয়েছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য বিরতি দেয়। রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথিমধ্যে কাঁধে ব্যাগ বহন করা ১০-১২ জন তরুণ যাত্রী সেজে বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ওই তরুণরা অস্ত্রের মুখে যাত্রীদের সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর সব যাত্রীর কাছ থেকে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নেয়। যাওয়ার আগে এক নারী যাত্রীকে ধর্ষণ করে তারা। তারা বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বালুর স্তূপে বাসটি উল্টিয়ে ডাকাতদল পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ডাকাত চক্রের একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাজা মিয়া। তিনি ডাকাতির সময় চালককে অস্ত্রের মুখে সরিয়ে বাসটির নিয়ন্ত্রণ নিয়েছিলেন।

সারাবাংলা/একে

চলন্ত বাস টপ নিউজ নারীকে ধর্ষণ বাসে ডাকাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর