Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই তাজা প্রাণ কেড়ে আগস্ট শুরু করেছে আওয়ামী লীগ: গয়েশ্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১৬:৫৫ | আপডেট: ৪ আগস্ট ২০২২ ১৬:৫৭

ভোলা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোলায় দুইজনকে হত্যার মধ্যদিয়ে আওয়ামী লীগ শোকের মাস আগস্ট শুরু করেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সোয়া ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণাকালে তিনি এই কথা বলেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘পুলিশের হামলায় নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও সরকারের উচিত হবে দায়ী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা।’

তিনি আরও বলেন, ‘বিএনপি লাশের রাজনীতি করেনা। আওয়ামী লীগ শোকের মাসের শুরুতে ভোলায় দু’টি তাজা প্রাণ কেড়ে নিয়ে আগস্ট মাস শুরু করেছে।’

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাই প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ অন্যরা।

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল। তবে জনভোগান্তি বিবেচনায় সকাল-সন্ধ্যার কর্মসূচি আধাবেলা পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। সেই মোতাবেক দুপুর ১২টার দিকে হরতাল প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

গত রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান। সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ ৩০ জন আহত হন।

বুধবার (৩ আগস্ট) বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। তিনি পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন।

আরও পড়ুন
ভোলা জেলা ছাত্রদল সভাপতির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন
ভোলার ছাত্রদল সভাপতির মরদেহ ঢামেক মর্গে
সংঘর্ষে গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু
ভোলার ঘটনা ঘটিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শতাধিক, নিহত ১
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত রহিমের দাফন সম্পন্ন

 

সারাবাংলা/একে

আওয়ামী লীগ আগস্ট টপ নিউজ বিএনপি ভোলা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর