সিংড়ায় বজ্রপাতে নানা-নাতির মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ১১:৪৪
৪ আগস্ট ২০২২ ১১:৪৪
নাটোর: জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, বুধবার সন্ধ্যায় সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নানা আমির শেখ (৬০) তার নাতি চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র পাপ্পুকে নিয়ে পাশের হিয়ালা বিলে মাছ ধরতে যায়। এর মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। রাত ১০টা পর্যন্ত তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে বিলে তাদের দগ্ধ লাশ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাদের দাফন করা হয়।
সারাবাংলা/এসএসএ