৭ দিনের মাথায় ফের বাড়ল সোনার দাম
৩ আগস্ট ২০২২ ২০:৪৪ | আপডেট: ৪ আগস্ট ২০২২ ০৯:৩৩
ঢাকা: সাতদিনের মাথায় বাংলাদেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৩৪৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার (৩ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করেছে বাজুস। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে এ দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ৬৯৫ টাকা।
এর আগে গত ২৮ জুলাই সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮১ হাজার ২৯৮ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬৬ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়।
এর দুদিন আগে ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই কার্যকর হয়।
এর আগে গেল ২২ মে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৫ টাকা করা হয়েছিল।
সারাবাংলা/একে