Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজে ফিরলেন সেই অধ্যক্ষ স্বপন, বরণ হলেন ফুলের মালায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২২ ২০:২৯ | আপডেট: ৪ আগস্ট ২০২২ ০৯:৩৪

নড়াইল: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ধর্ম অবমাননার পোস্ট’ ঘিরে লাঞ্ছিত হওয়ার দেড় মাস পর নিজের ক্যাম্পাসে ফিরেছেন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

বুধবার (৩ আগস্ট) সকালে তিনি কলেজে ফিরলে শিক্ষক, শিক্ষার্থী ও জিবির পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ, পরিচালক (আইন) সিদ্দিকুর রহমান, পরিচালক (কলেজ মনিটরিং অ্যান্ড ইভুলেশন) রফিকুল আকবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, কলেজের সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্তী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক, জিবি সদস্য জেলা প্রশাসনের প্রতিনিধি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্র ফেসবুকে ভারতের বিজেপির বহিস্কৃত নেত্রী মহানবী (সা.) কে কটূক্তিকারী নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে পোস্ট দেওয়ার ঘটনায় কলেজ ক্যাম্পাসে ১৮ জুন এক সহিংস ঘটনার পর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ কলেজ ছাত্র রাহুলকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপর কলেজ বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় ওই ছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় এবং অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুরসালিন বাদী হয়ে অজ্ঞাত ১৭০/১৮০ জনের নামে মামলা দায়ের করে। এ মামলায় এ পর্যন্ত ৯ জন গ্রেফতার আছে। তাদের মধ্যে মির্জাপুর কলেজের ছাত্রই ৪ জন।

বিজ্ঞাপন

দীর্ঘ ৩৬ দিন কলেজ বন্ধ থাকার পর ২৪ জুলাই কলেজ খুললেও অধ্যক্ষ কলেজে ফেরেননি। অবশেষে তিনি ওই কলেজে যোগদান করলেন।

সারাবাংলা/একেএম

অধ্যক্ষ স্বপন ধর্ম অবমাননা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর