Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের ছয়দিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২২ ২০:০৭

চট্টগ্রাম ব্যুরো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো ছয়দিনের কর্মসূচি নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড। নগরীর আন্দরকিল্লায় নগর ভবন চত্বরে শুক্রবার থেকে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি শুরু হবে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ ও জেলা কমান্ডার সরওয়ার কামাল এসময় উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পড়েন বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (৫ আগস্ট) বিকেল তিনটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শোক দিবসের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান অতিথি হিসেবে অংশ নেবেন।

শনিবার বিকেল ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। এতে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

রোববার বিকেলে আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল খান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম উপস্থিত থাকবেন।

সোমবার বিকেলে আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও ভারতের সহকারী হাই কমিশনার, রাজীব রঞ্জন উপস্থিত থাকবেন।

মঙ্গলবার বিকেলে আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান উপস্থিত থাকবেন।

বুধবার কর্মসূচির শেষ দিন বিকেলে আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে সংসদের মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, জেলা ইউনিটের সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, বোরহান উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুদ্ধকালীন কমান্ডার তপন কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদার এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি ও মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

কর্মসূচি মুক্তিযুদ্ধ সংসদ শোক দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর