তাইওয়ানের একাধিক পণ্যে চীনের নিষেধাজ্ঞা
৩ আগস্ট ২০২২ ১২:২৫
তাইওয়ানের একাধিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে চীন। বিরোধীতা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি পূর্ব এশিয়ার দেশটিতে সফরে যাওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। খবর বিবিসি।
বুধবার (৩ আগস্ট) সকালে এই নিষেধাজ্ঞা জারি করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ওই ঘোষণায় তাইওয়ান থেকে কমলালেবু জাতীয় ফল এবং দুই ধরনের মাছ আমদানি বন্ধ করা হয়। একইসঙ্গে দ্বীপে বালি রফতানিও বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটি।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশটির বিস্কুট, কনফেকশনারিসহ বিভিন্ন পণ্যের ওপর নিষধাজ্ঞা জারি করেছিল চীন।
চীনের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তাইওয়ানের। দেশটি প্রতিবছর প্রায় ৩০ শতাংশ পণ্য রফতানি করে তাইওয়ান। দেশটির অন্যতম প্রধান ব্যবসায়িক অংশীদার চীন।
এর আগে, গতকাল মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ানের স্থানীয় সময় রাতে প্রতিনিধি দলসহ তাইওয়ানে পৌঁছেছেন ন্যান্সি পেলোসি। দেশটির প্রেসিডেন্ট ভবনে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাইওয়ানে আসতে পেরে আমি ও আমার প্রতিনিধি দল গর্বিত। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- তাইওয়ানের প্রতি দেওয়া প্রতিশ্রুতি আমরা কখনো ভঙ্গ করব না। দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের জন্য আমরা গর্বিত।’