Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের মহড়া আকাশ ও নৌ পথ অবরোধের সামিল: তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট ২০২২ ১১:২৭ | আপডেট: ৩ আগস্ট ২০২২ ১৫:০৩

তাইওয়ানের আশপাশে যেসব স্থানে মহড়া চালাবে চীন

তাইওয়ানের আশপাশের অঞ্চলে চীনের সামরিক মহড়ার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির সফরের প্রতিক্রিয়ায় এই মহড়ার পরিকল্পনা করে বেইজিং। খবর বিবিসি।

তাইওয়ানের সামরিক বাহিনী বলেছেন, ‘এ ধরনের সামরিক মহড়া তাইওয়ানের আঞ্চলিক স্থান আক্রমণ করার মতো। একইসঙ্গে তাইওয়ানের আকাশ ও সমুদ্রের স্থান অবরোধ করার সামিল।’

বিজ্ঞাপন

চীনে অবস্থানরত বিবিসির প্রতিনিধি স্টিফেন ম্যাকডোনেল বেইজিংয়ের মহাড়ার পরিকল্পনার একটি ম্যাপির ছবি টুইট করেন। যা দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। ন্যান্সি পেলোসি চলে যাওয়ার পরে আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) এবং রোববারের মধ্যে অনুষ্ঠিত হবে।

তবে চীনের এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, ‘এটি একটি অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া। নিজ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তাইওয়ান প্রতিশ্রুতিবদ্ধ।’

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘তাইওয়ানের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করে এমন যেকোনো পদক্ষেপের প্রতিহত করবে’ দেশটির সামরিক বাহিনী।

এদিকে বেইজিং জানিয়েছে, তাদের মহড়া চলাকালে বিদেশি বিমান বা জাহাজ এই এলাকায় প্রবেশ করা উচিত হবে না।

সারাবাংলা/এনএস

চীন তাইওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর