Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজী আয়েত আলী ভুঁইয়া স্কুল কমিটির সভাপতি হলেন গাজী আশরিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ২২:৩৪

মাঝে গাজী গোলাম আশরিয়া, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সভাপ‌তি হিসেবে নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া।

মঙ্গলবার (২ আগস্ট) দুপু‌রে উপ‌জেলার খাদুন এলাকায় হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়ত‌নে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

প‌রি‌চি‌তি সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্বা‌চিত ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি, গাজী টেলিভিশন লিমিটেডের (জিটিভি) চেয়ারম্যান ও গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া।

এ সময় হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ মঞ্জুরুল হক ভুঁইয়া, প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন, মাকসুদুল হোসেন তুষারসহ অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

গাজী গোলাম আশরিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়