Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি, ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ২২:০৪

দিনাজপুর: সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয়কৃত পণ্যের মূল ভাউচার সংরক্ষণ না করার অপরাধে জেলার হাকিমপুর উপজেলায় তিন কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে পৌরশহরসহ উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থদণ্ড দেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম।

বিজ্ঞাপন

এর মধ্যে উপজেলার হরিহরপুরের মিজান ট্রেডার্সকে ১০ হাজার, বোয়ালদাড়ের ইলিয়াস ট্রেডার্সকে ১০ হাজার এবং পৌরসভার জোয়ার্দার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে মোহাম্মদ নুর এ আলম জানান, চলমান বিদ্যুৎ সমস্যাকে কাজে লাগিয়ে ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকের কাছ থেকে মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করছেন। কয়েক দিন থেকে এমন অভিযোগ আসায় আজ (মঙ্গলবার) দোকানগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় ওই তিন কীটনাশকের দোকানের সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও ক্রয়কৃত পণ্যের মূল ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এনএস

দিনাজপুর সারের কৃত্রিম সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর