Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ, বেঁচে গেলেন আরোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ২১:২৩

জয়পুরহাট: আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মোটরসাইকেল চালক জয় হোসেন (২৫) লাফ দিয়ে প্রাণে বেঁচে গেছেন। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহী জয় হোসেন আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের ডবলো হোসেনের ছেলে।

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, জয় মোটরসাইকেল যোগে হাস্তাবসন্তপুর অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ট্রেনটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে যায়। তবে চালক জয় হোসেন লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। অসাবধানতাবশত পারাপারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/এএম

জয়পুরহাট নীলসাগর এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর