Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ১৯:৪০

বগুড়া: জেলার শিবগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মৃত শিক্ষার্থীর নাম রোকসানা খাতুন (১৪)। তবে তার মৃত্যু রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

মৃত রোকসানা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চকবাহাগুলপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। সে দাড়িদহ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার (১ আগস্ট) রাতে নিজ ঘরে সবার অগোচরে গ্যাস ট্যাবলেট সেবনে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।

তবে প্রেমঘটিত অথবা মায়ের ওপর অভিমানে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

এ বিষয়ে (ওসি) দীপক কুমার দাস বলেন, স্কুল শিক্ষার্থী রোকসানার মৃত্যু রহস্যজনক হওয়ায় তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

বগুড়া স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর