‘আমরা সরকার পতনের দাবি নিয়ে রাজপথে আছি’
২ আগস্ট ২০২২ ১৮:৪৬ | আপডেট: ২ আগস্ট ২০২২ ২২:২৩
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এক দফা দাবি অর্থাৎ সরকার পতনের দাবি নিয়ে রাজপথে আছি।
মঙ্গলবার (২ আগস্ট) আরামবাগ ইডেন কমপ্লেক্সে গণফোরামের সঙ্গে রাজনৈতিক সংলাপ শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সৌহার্দপূর্ণ পরিবেশে আমাদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজনৈতিক নেতাদের মামলা প্রত্যাহারের বিষয়ে আমরা আমরা ঐক্যমতে পৌঁছেছি। অচিরেই ফ্যাসিবাদী এই সরকার পতনের দাবিতে আন্দোলন-সংগ্রাম আরও বেগবান করা হবে।’
তিনি বলেন, ‘এই সরকার রাষ্ট্রের সবকিছু ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রকে ব্যর্থ হিসেবে পরিচিত করেছে। ব্যর্থ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে এই সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি চাই। এরপর সব দলের আলোচনার ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকালে একটি জাতীয় সরকার গঠন করা আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
‘আপনারা সরকার পতনের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন; কিন্তু কোনো দৃশ্যমান আন্দোলন দেখা যায় না, কারণ কী?’- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আপনি মনে হয় মাঠের খবর রাখেন না। আমরা রাজপথে আছি, আন্দোলন করছি। সারাদেশে আন্দোলন চলছে।’
সংবাদ সম্মেলনের শুরুতে গণফোরাম নেতা মোস্তফা হোসেন মন্টু বলেন, ‘সৌহার্দপূর্ণ পরিবেশে আমাদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।’
এর আগে, এদিন বিকেল চারটা থেকে গণফোরামের নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সংলাপ শুরু হয়। একটানা সেই সংলাপ বিকেল ছয়টা পর্যন্ত চলে।
বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, জহির উদ্দিন স্বপন। আর গণফোরামের পক্ষে সভাপতি মোস্তফা মোহসিন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী , নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, মহসিন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম