Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ১৭:৪১

সুনামগঞ্জ: সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনা, ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি চালানো এবং স্বেচ্ছাসেবকল নেতা আব্দুর রহীমকে হত্যার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক আলফাত স্কয়ার পয়েন্ট প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্ট বাধা দেয় পুলিশ। পরে বিএনপির নেতাকর্মীরা সেখানেই প্রতিবাদ সমাবেশ করে।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, আবুল মনসুর শওকতসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও স্বেচ্ছাসেবকল নেতা আব্দুর রহীমকে হত্যার তীব্র নিন্দা জানান বক্তারা।

সারাবাংলা/এনএস

বিএনপির বিক্ষোভ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর