Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জালে ধরা পড়ল ৬০ কেজি সামুদ্রিক শোল

লোকাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ১৬:৫৭ | আপডেট: ২ আগস্ট ২০২২ ১৬:৫৯

সামুদ্রিক শোল, ছবি: সারাবাংলা

কুয়াকাটা (পটুয়াখালী): জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শোল মাছ ধরা পড়েছে। এটির দৈর্ঘ্য ১০ ফুট এবং প্রস্থ ২ ফুট।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় এ মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এ সময় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জান যায়, বঙ্গোপসাগরের সোনর চর পয়েন্টে বাঁশখালির হাছানুল মাঝি নামের এক জেলের জালে তিনদিন আগে এ মাছটি ধরে পড়ে। মঙ্গলবার সকালে আলীপুরে মাছটি নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০ হাজার টাকায় তা ক্রয় করেন।

মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন জেলে হাছানুল।

এ বিষয়ে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শোল সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটিকে নিয়ে গবেষণা করা প্রয়োজন।

সারাবাংলা/এনএস

কুয়াকাটা পটুয়াখালী সামুদ্রিক শোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর