Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২২ ১৬:২৩

রাশেদ মিয়া, ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: জেলার কালিহাতী উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২ আগস্ট) সকালে অভিযুক্ত রাশেদ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। রাশেদ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম আলী আজগর (৬৫)। এর আগে, গতকাল সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চারান এলাকায় এ ঘটনা ঘটে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। গতকাল সোমবার রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন তিনি। পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে বলেন, ‘তিনি তার বাবাকে হত্যা করেছেন, আপনি একটু মাইকে প্রচার করেন।’

এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেয়। মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ওসি মোল্লা আজিজুর রহমান।

সারাবাংলা/এনএস

কালিহাতী উপজেলা টাঙ্গাইল

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর